জাভা প্রোগ্রামিং পর্ব-০২ (Displaying Text in a Message Box)

গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে জাভাতে একটি  সাধারণ প্রোগ্রাম করা এবং কি ভাবে রান করতে হয়। আজ আমরা দেখব কিভাবে জাভাতে একটি মেসেজ বক্স ব্যবহার করা যায়। এই জন্য আমরা একটি প্রোগ্রাম লিখব। প্রোগ্রামের কোডুলো নিচে দেয়া হল।

import java.swing.JOptionPane;
public class MessageDialogBox {
public static  void main (String arg []){
JOptionPane.showMessageDialog ("Welcome to java !");
}
}

প্রোগ্রমামে আমরা import java.swing.JOptionPane; লিখেছি ডায়ালগ বক্স ব্যবহার করার জন্য। এটা হল জাভার একটি লাইব্রেরী ফাইল।  আমরা কোডগুলো নোটপ্যাডে লিখে MessageDialogBox.java নামে সেভ করে রান করে দেখুন। নিচের চিত্রের মত দেখাবে।
 

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle