জাভা প্রোগ্রামিং পর্ব-০১

জাভা প্রোগ্রামিং কি ?
জাভা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি Object Oriented ল্যাঙ্গুয়েজ। জাভা তে c/c++ এর basic syntax  এরং ডাটা টাইপ ব্যবহার করা হয় যেমন int , float, double, char. জাভাতে সব কোড একটা ক্লাস এর ভিতরে লিখতে হয়। এতে garbage collection আছে। যা c তে ছিল না। Garbage collection এর কাজ হল garbage value collect করা আমারা যখন কোন variable নেই তাতে কোন value না রাখলে garbage value থাকে Garbage collection সে সব value মুছে ফেলে।

জাভা প্রোগ্রামিং করার জন্য আপনারা net bean, eclipse ব্যবহার করতে পারেন। আমি আপনাদেরকে দেখাব কিভাবে Console Mode এ প্রোগ্রামিং করতে হয়। আমি আপনাদের কে ধারাবাহিকভাবে দেখাব যাতে সবার বঝতে সুবিধা হয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ধারাবাহিকভাবে টিঊটরিয়াল লিতে পারি।

Reference Book : Introduction to Java Programming By Y. Daniel Liang


পর্ব-০১ 
. প্রথমে আপনার কম্পিঊটার এ jdk সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
ডাঊনলোড লি
JDk : Download
Netbeans : Download

২. তারপর আপনার কম্পিঊটার থেকে নোটপ্যাড চালু করে নিচের কোড গুলো লিখুন
LISTING 1.1 Welcome.java
Code :
1. public class Welcome {
2.        public static void main(String[] args) {
3.        // Display message Welcome to Java! to the console
4.      System.out.println("Welcome to Java programming !");
5.       }
6. }

Output :
Welcome to Java programming

৩. এবার আপনার ফাইলটি C:\Program Files\Java\jdk1.6.0_12\bin এই লকেশনে Welcome.java নামে Save করুন। 
৪. এার আঊটপুট দেখার পালা। প্রথমে আপনার কম্পিঊটার এর Run এ যান অতঃপর cmd লিখে ok করুন। console window open হবে। 
৫. প্রথমে যেখানে কার্সর আছে সেখানে cd লিখে একটি স্পেস দিন তারপর আপনার Bin এর লোকেশন (e.g C:\Program Files\Java\jdk1.6.0_12\bin) টা কপি করে এনে পেস্ট করে এন্টার দিন। 
৬. তারপর javac লিখে স্পেস দিয়ে আপনার ফাইল এর নাম Welcome.java লিখে এন্টার দিন।
৭. তারপর java লিখে স্পেস দিয়ে আপনার ফাইল এর নাম Welcome লিখে এন্টার দিন।

নিচের আউটপুট দেখতে পাবেন 
Output : Welcome to Java programming

এর মা্যমে আমরা জাভার একটি সিম্পল প্রোগ্রাম কিভাবে করতে হয় তা শিখলাম। পরবর্তিতে জাভার আরো বিস্তারিত বিয় নিয়ে আসবযেকোন ধরনের সমস্যা হলে আমাকে মেইল করে (Contact Page  ) জানাতে পারেন সমাধানের চেষ্টা করব ইন-শা-আল্লাহ। এই পর্যন্ত সবাই ভাল থাকবেন। আগামীকাল আমার জাভা পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন
 আল্লাহ হাফেজ
 

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle