Welcome to Onlinetunes24 .....

We are committed to become your long-term, trusted partner. Our priority is not only to provide professional services and solutions but to become your IT vendor dedicated to meet your needs today and support your growing business needs tomorrow.

This is default featured post 1 title

We are committed to become your long-term, trusted partner. Our priority is not only to provide professional services and solutions but to become your IT vendor dedicated to meet your needs today and support your growing business needs tomorrow.

This is default featured post 2 title

We are committed to become your long-term, trusted partner. Our priority is not only to provide professional services and solutions but to become your IT vendor dedicated to meet your needs today and support your growing business needs tomorrow.

This is default featured post 3 title

We are committed to become your long-term, trusted partner. Our priority is not only to provide professional services and solutions but to become your IT vendor dedicated to meet your needs today and support your growing business needs tomorrow.

This is default featured post 4 title

We are committed to become your long-term, trusted partner. Our priority is not only to provide professional services and solutions but to become your IT vendor dedicated to meet your needs today and support your growing business needs tomorrow.

Showing posts with label সফটওয়্যার ইনস্টলেশন. Show all posts
Showing posts with label সফটওয়্যার ইনস্টলেশন. Show all posts

উইন্ডোজ ৭ ইনস্টল করুন সহজে

মাইক্রোসফটের উইন্ডোজ ৭ ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারে এটি চালাতে ৩২ এবং ৬৪ বিটের জন্য যথাক্রমে ১ এবং ২ গিগাহার্টজ প্রসেসর লাগবে। র‌্যাম দরকার হবে ৩২ এবং ৬৪ বিটের জন্য যথাক্রমে ১ ও ২ গিগাবাইট। হার্ডডিস্কে কমপক্ষে ২০ গিগাবাইট জায়গা লাগবে। সিস্টেমের আবশ্যকীয় সব যন্ত্রাংশ মিলে গেলে কাজ হবে কম্পিউটারের বায়োস কনফিগার করা। কম্পিউটার রিস্টার্ট করে নির্দিষ্ট বায়োস সেটআপের কি চেপে বায়োসে ঢুকতে হয়। মাদারবোর্ডের প্রস্তুতকারকের ভিন্নতার কারণে বায়োস সেটআপ কি আলাদা হয়।

ইন্টেল মাদারবোর্ডে Del/Tab/F2 চেপে বায়োসে ঢুকুন। কি-বোর্ডের অ্যারো কি চেপে Boot নির্বাচন করে Boot Devices Priority-এ এন্টার চাপুন। 1st Boot Device-এ এন্টার চেপে CD/DVD নির্বাচন করে F10 চেপে তারপর Yes/ok চেপে বের হয়ে আসুন। ল্যাপটপ ব্যবহারকারীরা একই নিয়মে মাদারবোর্ডের সেটিংসের পরিবর্তন এনে কাজটি সম্পন্ন করুন। এখন উইন্ডোজ ৭-এর ডিস্কটি ডিভিডিতে প্রবেশ করে কম্পিউটার পুনরায় চালু করুন। কালো পর্দায় Press any key to boot from CD or DVD লেখা দেখালে যেকোনো কি চাপুন। Windows is loading files বার্তা দেখিয়ে উইন্ডোজ তার ফাইল লোড করা শুরু করবে। লোড শেষ হলে Install now বোতাম চাপুন। পরের পর্দায় সরাসরি next চাপুন। লাইসেন্স শর্তাবলি আসবে, এখানে I accept license terms-এ টিক চিহ্ন দিয়ে Next চাপুন। এখন দুটি অপশনসহ পরের পর্দা চলে আসবে। ফ্রেশ ইনস্টলের জন্য Custom (Advanced) চাপুন। এ অংশে উইন্ডোজ কোথায় ইনস্টল করবেন, সেটি জানিয়ে দিতে হবে। এটি অনেক গুরুত্বপূর্ণ অংশ, তাই সাবধানে পদক্ষেপ নিতে হবে। এখানে তালিকায় থাকা হার্ডডিস্কের সব ড্রাইভ দেখাবে। C: ড্রাইভ নির্বাচন করে Drive options (advanced)-এ ক্লিক করুন। Format-এ ক্লিক করে পরের বার্তায় Yes চাপুন। এটি করলে হার্ডডিস্কের C: নামক ড্রাইভে সব তথ্য মুছে যাবে এবং সম্পূর্ণ নতুনভাবে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল হবে। তাই কাজ হবে C: ড্রাইভের গুরুত্বপূর্ণ ফাইল আগেই অন্য ড্রাইভে সরে নেওয়া।

ফরম্যাট শেষ হলে Next চাপুন। এই ধাপে উইন্ডোজের ইনস্টলেশনের জন্য যাবতীয় ফাইল কপি হবে। এটি শেষ হতে ১০ থেকে ১৫ মিনিট সময় নেবে। কপি হওয়ার মধ্যেই প্রয়োজনে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ আবার চালু হবে। মনে রাখতে হবে, যেকোনো সময় আবার চালু হলে (রিস্টার্ট) কালো পর্দার Press any key to boot from CD or DVD এই লেখাটি এলে দ্বিতীয়বার আর কোনো কি চাপা যাবে না। তাহলে উইন্ডোজ আবার নতুন করে ইনস্টল শুরু করবে। এভাবে উইন্ডোজ তার প্রয়োজনমতো সব কাজ গুছিয়ে নেবে এবং Choose a user name for account পর্দা চলে আসবে। এখানে ব্যবহারকারীর নাম লিখে Next চাপুন। পরের পর্দায় পাসওয়ার্ড চাইলে সেটি লিখে Next চাপুন। Help protect your computer পর্দা চালু হলে এটিতে অংশ সব later চাপুন। পরের পর্দায় আঞ্চলিক সময় হিসেবে ঢাকা নির্বাচন করে তারিখ, সময় নির্ধারণ করে দিন। পরের পর্দায় উইন্ডোজ সক্রিয়করণ চালু হবে। জেনুইন উইন্ডোজ কি এই পর্দায় সেটি লিখে দিলে উইন্ডোজ সক্রিয় হয়ে যাবে।

সক্রিয় করুন উইন্ডোজ ৮

দৃষ্টিনন্দন নকশা এবং বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য উইন্ডোজ ৮ মাইক্রোসফটের অন্য সব অপারেটিং সিস্টেমের মতোই জনপ্রিয়তা পেয়েছে। যদিও এটি ট্যাবলেট কম্পিউটার টাচ স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি।
ব্যবহারকারীরা যাতে নানান কাজ সহজে এতে করতে পারে, সে জন্য অনেক ধরনের নতুন সুবিধা যুক্ত করা হয়েছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে। মাইক্রোসফট উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম টাকা দিয়ে না কিনেও (জেনুইন) শুধু এর পরীক্ষামূলক সংস্করণকে (ট্রায়াল ভার্সন) বিনা মূল্যে ১৮০ দিন পর্যন্ত ব্যবহার করা যায় মাইক্রোসফটের বিশেষ একটি সুবিধা ব্যবহার করে। এ কাজ সহজেই এবং লিগ্যালভাবে করে এটিকে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে সহজেই ব্যবহার করতে পারবেন। এই কাজ করতে স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখে তাতে মাউসের রাইট বোতাম চেপে Run as Administrator নির্বাচন করে কমান্ড প্রম্পট চালু করুন। কালো পর্দার এখানে slmgr /ipk 3HBY3-3GNXP-22R96-CCMCB-HT67C লিখে এন্টার চাপুন। পরের বার slmgr -skms <KMS SERVER> লিখে আবারও এন্টার চাপুন।
আবার slmgr.vbs ~ato লিখে এন্টার চাপুন। খেয়াল রাখবেন, কাজটি করার সময় কম্পিউটারকে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখতে হবে। সব কাজ সম্পন্ন করলে উইন্ডোজ আট ১৮০ দিনের জন্য সক্রিয় হয়ে যাবে। এখন প্রয়োজনে উইন্ডোজ হালনাগাদ (আপগ্রেড) করা যাবে কোনো বাধ্যবাধকতা ছাড়াই।

Remove the Register Photoshop Prompt




আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে Windows 7  এর Registrater Photoshop Prompt থেকে মক্তি পাওয়া যায় ।

How to Remove the Register Photoshop Nag:

প্রথমে আপনার কম্পিঊটার চাল করুন এবং নিচের ধাপগুলো অনুস্বরণ করেন ।
  1. Click Start > All Programs and locate Adobe Photoshop CS2
  2. Right Click Adobe Photoshop 2 and select the option from the menu to Run as administrator:
Note: After clicking Run as administrator, you may be prompted by (UAC) User Account Control to allow the action.




  1. Photoshop CS2 should now launch. When the prompt to Register Photoshop appears, Click the Do Not Register Button and then quit:



  1. The next time you launch Adobe Photoshop normally, you will not be prompted to register.
আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে । সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ ।।

পেন ড্রাইভ থেকে ইন্সটল করুন Windows XP অথবা Windows 7

আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন।  অনেক দিন থেকে এই ব্যাপারটা শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাস্ততার কারণে আর করা হয়নি যাদের CD ROM নষ্ট কিংবা যারা নোটবুক ব্যাবহার করেন তারা উইন্ডোজ ইন্সটল করতে সমস্যায় পড়েন অনেক সময় এক্সট্রারনাল CD ROM ব্যাবহার করে এই কাজটি করতে হয়, কিন্তু এক্সটারনাল CD ROM তেমন বেশি সহজলভ্য না ,তাই অনেকের জন্য পেনড্রাইভ শেষ ভরসা। তাহলে, আসুন জেনেনি কিভাবে পেনড্রাইভ থেকে উইন্ডোজ ইন্কসটল করবেন
যা যা লাগবেঃ
.উইন্ডোজ সেভেন অথবা উইন্ডোজ এক্সপির CD/DVD.
. কমপক্ষে জিবি পেনড্রাইভ
এবার নিচের ধাপগুলো হুবহু অনুসরণ করুনঃ
.প্রথমে আপনার পেনড্রাইভটি ফরম্যাট করে নিন।
. তারপর, নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি নামিয়ে নিন
. এখন, Zip ফোল্ডারটি ওপেন করুন। তারপর, WinToFlash.exe নামক ফাইলটি ডাবল ক্লিক করে সফটওয়্যারটি রান করুন এবং Advanced mode টি সিলেক্ট করুন

. এখন,Task অপশন থেকে যদি windows XP ইন্সটল করতে চান তাহলে, Transfer Windows XP/2003 setup to USB drive, আর যদি Windows 7 কিংবা windows vista ইন্সটল করতে চান, Transfer Windows vista/2008/7/8 setup to USB drive সিলেক্ট করে Run ক্লিক করুন
. এখন, Windows source path আর ঘরে, আপনার CD/DVD ড্রাইভটি এবং
USB drive
আর ঘরে, আপনার পেনড্রাইভটি দেখিয়ে দিন


. Run ক্লিক করুন
..I Accepted the terms of the license agreement, সিলেক্ট করে Continue ক্লিক করুন।
. একটা warning উইন্ডো খুলবে, ok করে, ট্রান্সফার শেষে finished আসলে ok করুন
ব্যাস , আপনার কাজ শেষ, এখন এটা দিয়ে ইন্সটল করুন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ সেভেন, উইন্ডোজ ভিস্তা সহ আরও অপারেটিং সিস্টেম

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle