খাঁচার ভিতর অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি
ফকির লালন শাহ
 
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
আমি ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়

আট কুঠরীর ওই দরজাটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়

কপালের খেল নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাচা ভেঙ্গে পাখি আমার
কোনখানে পালায়

মন তুই রইলি খাচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাশে
কোনদিন খাচা পড়বে খশে
ফকির লালন কেঁদে কয়
 

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle