১৮ অক্টোবর আসছে উইন্ডোজ ৮.১

অবশেষে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের (ওএস) নতুন সংস্করণ ৮.১ বাজারে ছাড়ার তারিখ ঘোষণা করেছে মাইক্রোসফট করপোরেশন। আগামী ১৮ অক্টোবর নতুন সংস্করণ ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। গত ২৬ জুন প্রথমবারের মতো নতুন এ সংস্করণের প্রিভিউ দেখানো হয়।
নতুন ৮.১ সংস্করণের উইন্ডোজে ফিরে আসছে ‘স্টার্ট’ বোতামটি। এর আগে গত বছরের অক্টোবরে উইন্ডোজ ৮ বাজারে এসেছিল, যাতে প্রথমবারের মতো বাদ দেওয়া হয়েছিল স্টার্ট বোতামটি। যাঁরা ইতিমধ্যে উইন্ডোজ ৮ ব্যবহার করছেন, তাঁরা বিনা মূল্যেই হালনাগাদ করে নিতে পারবেন নতুন এ সংস্করণে। মূলত স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার উপযোগী অপারেটিং সিস্টেম তৈরি করতেই উইন্ডোজ ৮ বাজারে নিয়ে আসে মাইক্রোসফট। বাজারে আসার পর ব্যবহারকারীদের পছন্দের তালিকায়ও দ্রুত জায়গা করে নিয়েছে নতুন ওএসটি, যাতে ছিল দারুণ সব নতুন বৈশিষ্ট্য। জুন পর্যন্ত উইন্ডোজ ৮-এর ১০ কোটি লাইসেন্স বিক্রি হয়! মাইক্রোসফটের ব্লগে বলা হয়, ব্যবহারকারীদের জন্য নতুন কিছু যোগ হয়ে আসছে উইন্ডোজের নতুন এ সংস্করণ। ১৮ অক্টোবর রাতেই নিউজিল্যান্ডের ব্যবহারকারীরা পাবেন এ সংস্করণ এবং এর পরই সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে ৮.১ সংস্করণ। আগের সব সুবিধার পাশাপাশি হালনাগাদ সংস্করণে যুক্ত হচ্ছে উন্নত পার্সোনালাইজেশন সুবিধা, ইন্টারনেট এক্সপ্লোরার ১১, নতুন অ্যাপস, উইন্ডোজ স্টোরের নতুন অভিজ্ঞতা আর ক্লাউড সংযোগ, যার মাধ্যমে ব্যবহার করা যাবে স্কাইড্রাইভ। ব্যবহারকারীদের নিজেদের সবগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে নতুন অভিজ্ঞতা দিতেই মাইক্রোসফটের নতুন এ হালনাগাদ যা বাজারে নিজেদের অবস্থান শক্ত করবে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle