কয়েকটি এইচটিএমএল ট্যাগের ব্যবহার

HTML রুল (লাইন)ঃ <hr /> ট্যাগটি হরাইজন্টাল রুল তৈরির জন্য ব্যবহার করা হয়। এর ব্যবহার দেখার জন্য নিচের ধাপ গুলো অনুস্বরণ করুন।
. নোটপ্যাড প্রোগ্রামটি খুলুন।
. তাতে নিচের কোডগুলো লিখুন।
            <html>
                        <body>
                                    <p> The hr tag defines a horizontal rule. </p>
                                    <hr />
                        </body>
            </html>
. এবার ফাইলটিকে test_ hrrule.html নামে সেভ করুন
. ওয়েব ব্রাঊজারে ফাইলটি খুলে ফলাফল দেখুন।

HTML Comments (এইচটিএমএল কমেন্টস)ঃ এইচটিএমএল কোডকে ভাল করে বুঝার জন্য কোডের ভেতর কমেন্টস ব্যবহার করা হয়। কমেন্টস করা কোডগুলো ব্রাঊজারে দেখা যায় না। এর ব্যবহার দেখার জন্য নিচের ধাপ গুলো অনুস্বরণ করুন।
. নোটপ্যাড প্রোগ্রামটি খুলুন।
. তাতে নিচের কোডগুলো লিখুন।
            <html>
                        <body>
                                    <!—This comment will not be displayed -->
                                    <p> This is a regular paragraph </p>
                        </body>
            </html>
. এবার ফাইলটিকে test_ comments.html নামে সেভ করুন
. ওয়েব ব্রাঊজারে ফাইলটি খুলে ফলাফল দেখুন।

Line Break (লাইন ব্রেক) নতুন কোন প্যারাগ্রাফ শুরু না করে লাইনের মধ্যে ভেঙ্গে নতুন লাইন তৈরি করার জন্য <br /> ব্যবহার করা হয়। <br />একটি এম্পটি ট্যাগ। এর ব্যবহার দেখার জন্য নিচের ধাপ গুলো অনুস্বরণ করুন।
. নোটপ্যাড প্রোগ্রামটি খুলুন।
. তাতে নিচের কোডগুলো লিখুন।
            <html>
                        <body>
                                <p>Microsoft Office Word 2007 helps you produce <br />
professional-looking documents by providing a comprehensive set of tools <br />
for creating and formatting your document in a new interface. Rich review, commenting, and comparison capabilities help you quickly gather and manage feedback from colleagues. Advanced data integration ensures that documents stay connected to important sources of business information.
 </p>
                        </body>
            </html>
. এবার ফাইলটিকে test_ linebresk.html নামে সেভ করুন
. ওয়েব ব্রাঊজারে ফাইলটি খুলে ফলাফল দেখুন।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle