লক করে রাখুন কম্পিউটারের CD/DVD Drive

অনেক সময় দেখা যায়, আপনি আপনার কম্পিউটার চালু রেখে হয়ত কোন কাজে বাইরে গেছেন। এসে দেখছেন এরই মধ্যে আপনার রুমমেট আপনার কম্পিউটারে CD/DVD Drive দিয়ে সিনেমা দেখা শুরু করেছে। আপনার একটা জরুরী কাজ ছিল কম্পিউটারে কিন্তু রুমমেট কে কিছু বলতে পারছেন না। শুধু মনে মনে খুব বিরক্তি বোধ করছেন। আপনি চাইছেন কেউ যেন আপনার কম্পিউটারের CDROM বা DVDROM অপনার অনুমতি ছাড়া ব্যবহার করতে না পারে। এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? যদি চাঁদে যাওয়া সম্ভব হয়, তবে এটা আর এমন কি? একদম পাসওয়ার্ড মেরে লক করে রেখে যান আপনার কম্পিউটারের CD/DVD Drive এজন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটি ১০০% ফ্রি। ডাউনলোড করুন এই লিংক থেকে  ডাউনলোড শেষে এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। ইনস্টল শেষে কম্পিউটার Restart করুন। তারপর চালু হলে দেখবেন Desktop- একটা সিডি আইকন। আইকনটিতে ক্লিক করুন। Drives> আপনার প্রয়োজনীয় Drive Lock করুন। একসময় আপনার কাছে Password চাওয়া হবে।  ব্যস, আপনার কাজ শেষ। এখন আপনি CD/DVD Drive- ক্লিক করে দেখতে পারেন। আপনি তা Open করতে পারবেন না। আবার যখন আপনার যখন দরকার হবে, তখন Desktop অথবা Quick Launch আইকনে ক্লিক করে প্রয়োজনীয় Password দিয়ে প্রয়োজনীয় Drive Unlock করে নিতে পারবেন।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle