ফেসবুকে ভিডিও চ্যাট করুন


ফেসবুকে এসএমএস চ্যাট করা গেলেও ভিডিও চ্যাট করা যেত না। তবে এখন ফেসবুকে ভিচ্যাটার (vChatter) নামের নতুন একটি প্রোগ্রাম যোগ করা হয়েছে ভিডিও চ্যাট করার জন্য। প্রোফাইলে ভিডিও চ্যাট অপশন যোগ করার জন্য প্রথমে www.facebook.com/vChatter ঠিকানায় গিয়ে বাঁদিক থেকে Go to Application বাটনে ক্লিক করুন।
তারপর Continue-তে ক্লিক করুন। নতুন একটি উইন্ডো এলে Allow- ক্লিক করুন। এখন Play বাটনে ক্লিক করুন। ডান পাশে আপনার বন্ধুদের নামের তালিকা আসবে। যারা vChatter অপশনটি তাদের প্রোফাইলে যোগ করেছে তাদের নামের পাশে Call এবং যারা যোগ করেনি তাদের নামের পাশে Invite লেখা থাকবে। সেখান থেকে Call বাটনে ক্লিক করে তার সঙ্গে ভিডিও চ্যাট করতে পারবেন এবং Invite বাটনে ক্লিক করো Chatter অপশনটি তার প্রোপাইলে যোগ করার জন্য অনুরোধ করতে পারবেন। ভিডিও চ্যাট করার জন্য কিন্তু অবশ্যই কম্পিউটারের সঙ্গে একটি ওয়েবক্যামেরা সংযুক্ত করতে হবে।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle