বদলে ফেলুন আপনার পিসির ওয়েলকাম মেসেজ

আপনি চাইলেই আপনার কম্পিউটারের উইন্ডোজের ওয়েলকাম স্ক্রিনে, অর্থাৎ উইন্ডোজ চালু হওয়ার সময় পর্দায় নিজের পছন্দের বার্তা দিয়ে রাখতে পারেন। জন্য অন্য কোনো সফটওয়্যার ইনস্টল দিতে হবে না। এটি আপনি খুব সহজেই করতে পারেন উইন্ডোজের Run থেকে। জন্য আপনাকে উইন্ডোজের Start মেন্যু থেকে Run মেন্যুতে গিয়ে Regedit লিখে এন্টার চাপতে হবে। তাহলে নতুন একটি উইন্ডো আসবে।  

১. এখান থেকে HKEY_LOCAL_MACHINE ক্লিক করতে হবে। তাহলে Software আসবে।  
২. সেখানে Microsoft- ক্লিক করে Windows NT-তে ক্লিক করলে নতুন মেন্যু আসবে।  
৩. সেখান থেকে Current Version- ক্লিক করে সবশেষে Winlogon- ক্লিক করতে হবে। 
৪. এবার ডান দিকের বক্স থেকে Legal Notice Caption- দুবার ক্লিক করতে হবে। তাহলে নতুন বক্স আসবে। তাতে আপনি আপনার বার্তার শিরোনাম লিখে ok করুন।  
৫. এরপর Legal Notice Text- দুবার ক্লিক করে আপনার পুরো বার্তা লিখে ফেলুন। তারপর ok করে বেরিয়ে আসুন।  

তাহলেই সেট হয়ে গেল আপনার উইন্ডোজের স্ক্রিনে আপনার ব্যক্তিগত বার্তা। এখন থেকে কম্পিউটার খুললেই উইন্ডোজ আপনাকে আপনার বার্তা দিয়ে স্বাগত জানাবে। আর যদি ওয়েলকাম স্ক্রিনের এই বার্তা বন্ধ করতে চান, তাহলে একই পদ্ধতিতে Legal Notice Caption Legal Notice Text- ঢুকে আগের লেখা বার্তাগুলো মুছে দিয়ে ok করে বেরিয়ে আসুন, তাহলেই হবে। 

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle