ফেসবুকের টাইমলাইন রিমুভ করে পুরাতন প্রোফাইলে ফিরে যান

:)ফেসবুকের টাইমলাইন কারো জন্যে দারুন ফ্যাশেনেবল আবার কারো জন্যে চরম বিরক্তিকর। বিশেষ করে টাইমলাইনে প্রোফাইলের তথ্য অন্য সবাই দেখতে পারায় টাইমলাইনের ওপরে অনেকেই বিরক্ত। বিভিন্ন উপায়ে ফেসবুকের টাইমলাইন রিমুভ করা যায়, তবে আজকে যে পদ্ধতী টি জানাবো সেটা এ পর্যন্ত সবচেয়ে সহজ পদ্ধতী। মূলত এর জন্যে আপনাকে ফায়ারফক্সের একটা এড অন ইন্সটল করতে হবে।
প্রথমে TimeLineremove extention টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। লিঙ্ক এ ক্লিক করে আ্যলাও বাটনে ক্লিক করুন




ব্যাস হয়ে গেল। ইন্সটল করা হয়ে গেলে আপনার  ফেসবুক প্রোফাইল টি রিফ্রেশ করুন। দেখুন আপনার পুরাতন প্রোফাইল চলে এসেছে।
এড অন টি ডিজ্যাবেল করতে আপনার ফায়ারফক্সের Tools>Add ons এ গিয়ে ডিজ্যাবেল করে দিন, আবার টাইমলাইন ফিরে পাবেন।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle