ছোট একটি সফটওয়্যার সাহায্যে আপনার কম্পিউটারের সিডি ড্রাইভ, নেট ওয়ার্ক ড্রাইভ ও ইউ এস বি ড্রাইভের আইকন গুলি ডেস্কটপে দেখা যাবে। আপনি ইচ্ছে করলে ডেস্কটপ থেকে এর নিয়ন্ত্রণ করতে পারেন My Computer ওপেন করার কোন প্রয়োজন হবে না। এর জন্য আপনাকে Desktop Media নামের সফট টি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। মাত্র ৫৭১ কেবি। এখান থেকে ডাউনলোড করুন। ইন্সটল শেষে আপনি সিডি কিংবা পেনড্রাইভ অথবা নেট সংযোগের জন্য মডেম লাগালে তা ডেস্কটপে দেখতে পাবেন।