আপনি না পাঠালেও আপনার ফেসবুক বন্ধুরা আপনার পক্ষ থেকে পেয়ে যাবে “জন্মদিনের শুভেচ্ছা”

অনেক সময় আমরা আমাদের বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যা আমার বেলায় অবশ্য বেশি হয়ে থাকে অনেকদিন ধরে এমন একজনকে খুজছিলাম যে আমার হয়ে আমার সব ফেসবুক ফ্রেন্ডদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিবে শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটা আমার ভালো লাগলো তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কারো আগ থেকে জানা থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি চলুন শুরু করা যাকঃ

 এই সুবিধা পাওয়ার জন্য আপনার কম্পিউটারে Google Chrome ইন্সটল থাকতে হবে না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন

এখানে ক্লিক করুন

তারপর, নিচের লিঙ্ক থেকে HappyBirthday Extension টি ইন্সটল করে নিন আপনার Google chrome ব্রাউজারে

এখানে ক্লিক করুন

ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজারের ডান কোনায় উপরের দিকে একটা আইকন দেখতে পাবেন
এটা আপনার পারমিশন চাইবে Allow ক্লিক করুন

এখন থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডরা তাদের জন্মদিনে আপনার কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে "জন্মদিনের শুভেচ্ছা " পেয়ে যাবে

এই এক্সটেন্সনটি ডিফল্টভাবে সেটিংস করা থাকে আপনি চাইলে আপনার ব্রাউজারের উপরের আইকন রাইট ক্লিক করে আপনার ইচ্ছে মত পরিবর্তন করে নিতে পারেন যেমনঃ

. আপনার শুভেচ্ছা বানী গুলো আপনি সেট করে দিতে পারেন

. পূর্বে যাদের শুভেচ্ছা জানাতে ভুলে গেছেন, আপনি চাইলে তাদেরও শুভেচ্ছা পাঠাতে পারেন কয়দিন আগ পর্যন্ত শুভেচ্ছা পাঠাতে চান তা সেট করে দিতে পারেন

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle