এটা করার জন্য আপনাকে প্রথমেই কোন ফাইল বা ফোল্ডার খুলতে হবে। এবার নাম লিখার সময় ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 বা ২৫৫ লিখুন। দেখবেন নামহিন ফাইল বা ফোল্ডার খুলে গেছে। (খেয়াল রাখবেন অবশ্যই numpad মানে কীবোর্ড এর ডানদিকের নাম্বার চেপে লিখতে হবে ওপরের গুলো দিয়ে না।)
এবার মনে করেন একই জায়গায় আরেকটি নামহীন ফাইল বা ফোল্ডার খুলবেন তবে কি করবেন?? প্রথমে ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। ALT বাটন টি ছেড়ে দিন। আবার ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। আরেকটা খুলতে চাইলে সেম কাজ তিন বার করবেন…এভাবে যতবার খুসি যতগুলি নামহীন ফাইল বা ফোল্ডার চান আপনি খুলতে পারবেন। অন্য কোথাও করতে হলে এটা দুইবার করার দরকার হবে না।