প্রথমে আমার সালাম নিবেন। আশা করি সকলে ভাল আছেন। আপনাদের অনেকে বিভিন্ন ব্লগ, ওয়েবসাইট ডেভেলপ করছেন। কিন্তু এর জন্য প্রয়োজন ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং। যার জন্য সাধারনত টাকা প্রয়োজন হয়। অনেকে আবার সাবডোমেইন ব্যবহার করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা মন মতো হয় না। মনে হয় যে নিজের যদি একটা ডোমেইন থাকতো। আজ এমন একটা সাইটের বিষয়ে লিখছি যেখান থেকে আপনি ফ্রী ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন। এটা হলো ডট টি কে ।
এখানে আপনি সহজে ফ্রি ডোমেন তৈরি করে নিতে পারবেন আপনার জন্য । এর জন্য এই লিংকে অথবা এই লিংকে ক্লিক করুন ।
১। প্রথমে উপরের লিঙ্ক এ যান। তারপর ওয়েব ডোমেইন এ ক্লিক করুন ।
২। তারপর আপনার মন মতো ডোমেইন নাম বাছাই করুন ।
৩। এরপর ফ্রী ডোমেন এ ক্লিক করে নেক্সট করুন।
৪। এখন আপনার আসল ওয়েবসাইটটি 1 নম্বর ঘরে লিখুন । 2 নম্বর ঘরে আপনার ইমেইল লিখুন । তারপর ক্যাপচা পুরন করে নেক্সট করুন ।
৫। এরপর আপনার ওয়েব সাইটটি .tk ডোমেন এ রুপান্তরিত হয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন এর মাধ্যমে আপনি একাধিক ডোমেন তৈরি করতে পারবেন ।