মজিলা ফায়ারফক্সের ব্যাকআপ নেওয়ার নিয়ম

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নতুন করে ইনস্টল দিতে হয়নতুন করে উইন্ডোজ দিতে গিয়ে দেখা যায় যে ব্রাউজারের হিস্টরি, বুকমার্ক, সেভ করা পাসওয়ার্ড হারিয়ে গেছেতখন দারুন বিরক্ত লাগে আবার নতুন করে পাসওয়ার্ড দেওয়ার জন্যআপনি চাইলে মজিলা ফায়ারফক্স ব্যাকআপ নিতে পারেন দারুন একটি সফটওয়ারের মাধ্যমে মোজব্যাকআপ এমন একটি সফটওয়ার যার সাহায্যে আপনি মজিয়া কর্পোরোশনের তৈরি সব সফটওয়ার (যেমন মজিলা ফায়ারফক্স, থান্ডারবার্ড) ইত্যাদির ব্যাকআপ নিতে পারবেন। দারুন এই সফটওয়ারটি এখান থেকে ডাউনলোড করুন 
ব্যবহার পক্রিয়া:  সফটওয়ারটি ডাউনলোড করে ইনস্টল করুনতারপর একে রান করুননিচের মত উইজার্ড আসবে 

এখানে আপনি নেক্সট করুনতাহলে নিচের মত আসবে 


এখানে আপনি ব্যাকআপ এবং আপনি যে সফটওয়ারের ব্যাকআপ নেবেন তা সিলেক্ট করে নেক্সট 
 

এখানে আপনি একটি প্রোফাইলে ব্যাকআপ নিনআপনি নতুন প্রোফাইল ও তৈরি করতে পারবেন এবং প্রোফাইলটি কোথায় সেভ হবে তা নির্ধারণ করে দিনতারপর নেক্সট এ ক্লিক করুন আপনি কি কি ব্যাকআপ নেবেন তা এখানে নির্ধারণ করুনএরপর আপনার সেই ফোল্ডারে গিয়ে দেখুন ব্যাকআপ হয়ে গেছেআপনি এই সফটওয়ার দিয়ে আবার ব্যাকআপ রিস্টোর করতে পারবেন যে কোন কম্পিউটারে


Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle