ফাইল শেয়ার করার জন্য আমরা সাধারনত বিভিন্ন হোস্টিং সাইটে ফাইল আপলোড করে থাকি। সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক থেকেও ইচ্ছে করলে আপনি যেকোন ফাইল সরাসরি আপলোড করে শেয়ার করতে পারেন। এজন্য প্রথমে ফেসবুকে লগইন করুন,এরপর http://apps.facebook.com/sendfiles ঠিকানা থেকে ’ সেন্ড ফাইল ’ নামের অ্যাপ্লিকেশনটি আপনার প্রোফাইলে যোগ করে নিন। এরপর Send File অ্যাপ্লিকেশন থেকে আপনার কাংখিত ফাইলটি Browse করে আপলোড করুন(সর্বোচ্চ ১০০ মেগাবাইটের ফাইল আপলোড করা যাবে)। যেসকল বন্ধুর সাথে ফাইলটি শেয়ার করতে Friend picker অপশন থেকে তাদের নাম নির্বাচন করুন। এরপর Send file অপশনে ক্লীক করলেই ফাইলটি ফেসবুকে সরাসরি আপলোড হয়ে যাবে,যার ফলে উক্ত ফাইলটি ফেসবুক থেকেই সরাসরি নামানো যাবে ।