১। কখনো অপ্রত্যাশীত মেইল থেকে কোন কিছু ডাউনলোড করবেন না। প্রয়োজনে ইমেইলে ভিউ করুন।
২। আপনার পাসওয়ার্ড রিকভারী প্রশ্নের উত্তর গুলো আনকমন বা কঠিন দিন। কখনো নিজের মোবাইল নং ব্যবহার করবেন না।
৩। অবশ্যই পাসওয়ার্ড রিকভারী ইমেইল ঠিকানাটি গোপন রাখুন।
৪। মেইলের পাসওয়ার্ডের মাঝে সবসময় সাংকেতিক চিহ্ন ব্যবহার করুন,
যেমনঃ $ ^ % * & ! ~ ` ? “ \ + ; ‘ { } ইত্যাদি।
হ্যাকারদের কীলগার হতে বাঁচার উপায়ঃ
১। যদি আপনি কী লগার জাতীয় কিছু SPY এর শিকার হন তবে প্রথমেই Ctrl+Alt+Del চাপুন এবং User Name তালিকা থেকে System ও Local Service ছাড়া সব কিছু একটি একটি করে End Process করুন।
২। কীলগারটি যদি ডাউনলোড করে থাকেন তবে তা অবশ্যই ডিলিট করুন।
৩। এরপর My Computer/Tools/Folder Options/View এ ক্লিক করুন এবং নিম্নের চিত্রর মত সিলেট করুন।
৪। এখন My Computer থেকে সগুলো পাটিশনের System Volume Information নামক হিডেন ফাইলটি ওপেন করুন এবং ভিতরের সকল ডাটা ডিলিট করুন। এ সময় অবশ্যই এন্টিভাইরাস চালু রাখবেন।
৫। সবশেষে Start/Programs/Startup থেকে অপরিচিত বা সন্দেহমূলক প্রোগ্রাম ডিলিট করুন।
বিঃদ্রঃ এই টিপসটি দ্বারা আপনার উপকার হলেই আমার এই লেখা সার্থক হবে। দয়া করে ফলাফল কি ফেলেন তা জানাতে ভুলবেন না।