Saturday, April 12, 2025

নতুন ম্যাকবুক প্রো

নতুন আইফোনের পাশাপাশি ম্যাকবুকের নতুন সংস্করণও বাজারে আনতে পারে অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী ১০ সেপ্টেম্বর ইনটেলের তৈরি হ্যাসওয়েল প্রসেসরনির্ভর ম্যাকবুক প্রোর নতুন সংস্করণের ঘোষণা দেবে অ্যাপল। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট।

১০ সেপ্টেম্বর অ্যাপল নতুন মডেলের দুটি আইফোন ও ম্যাকবুকের ঘোষণা দেবে বলে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের মূল বক্তব্য হলো, তাইওয়ানের কারখানায় এরই মধ্যে ম্যাকবুক প্রোর নতুন সংস্করণ তৈরির কাজ শুরু হয়ে গেছে। এদিকে ম্যাকবুকের সঙ্গে ইনটেলের চতুর্থ প্রজন্মের দ্রুতগতির প্রসেসর হ্যাসওয়েল যুক্ত করার তথ্য জানিয়েছে হংকংভিত্তিক সাপ্লাই চেইন নজরদারি প্রতিষ্ঠান ইএমএসওয়ান।

হ্যাসওয়েল প্রসেসর থাকায় ম্যাকবুক প্রো হবে শক্তিসাশ্রয়ী। অ্যাপলের জনপ্রিয় ম্যাকবুক প্রো সিরিজের নতুন সংস্করণে উন্নত প্রসেসরের পাশাপাশি ইনটেলের আইরিশ প্রো ৫২০০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট ব্যবহূত হবে।
 
গত ১০ জুন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ নামে ২৪তম বার্ষিক সম্মেলনের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি। এই আয়োজনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানিয়েছিলেন, ম্যাকবুক নোটবুকের ভবিষ্যত্ বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রে এটি সেরা নোটবুক। পিসির ক্ষেত্রে বার্ষিক প্রবৃদ্ধির হার ৩ শতাংশ হলেও অ্যাপলের ম্যাকবুকের ক্ষেত্রে তা ১৫ শতাংশ।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle