ডোমেইন নেম কি ? (What is Domain Name?)



আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লেখা হয়। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিঊটারের এরূপ নামকে ডোমেইন বলা হয়। যেমনঃ আইপি অ্যাড্রেস ২০৩.৯১.১৩৯.২ এর পরিবর্তে bijoy.net ডোমেইন নেম ব্যবহার করা যায়। ডমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কেউ না পায়। যে পদ্বতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে DNS (Domain Naming System) বলে।

নিচের টেবিলে সাত ধরনের জেনেরিক টপ লেভেল ডোমেইন দেখানো হলো।
টপ লেভেল ডোমেইন
ডোমেইন প্রকৃতি
ঊদাহরণ
.com
কমার্শিয়াল-বানিজ্যিক প্রতিষ্ঠান
microsoft.com
.gov
গভর্মেন্টাল-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
whitehouse.gov
.mil
মিলিটারি-মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত
usarmy.mil
.edu
এডুকেশন-শিক্ষা প্রতিষ্ঠান
buet.edu
.net
নেটওয়ার্ক সার্ভিস
bangla.net
.org
অর্গানাইজেশন
bccbd.net
.int
আন্তর্জাতিক সংস্থা
wipo.int, un.int

আরো বেশি নির্দষ্ট করার জন্য ডোমেইন হিসাবে ব্যবহারের জন্য দেশের সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়। নিচে কয়েকটি কান্ট্রি ডোমেইন দেওয়া হল।
ডোমেইন  নেম
কান্ট্রি
ডোমেইন নেম
কান্ট্রি
ar
আর্জিন্টিনা
my
মালয়েশিয়া
au
অস্ট্রেলিয়া
nl
নেদারল্যান্ড
bd
বাংলাদেশ
pk
পাকিস্তান
bt
ভূটান
sa
সৌদি আরব
cn
চীন
th
থাইল্যান্ড
eg
মিসর
tr
তুর্কি বা তুরস্ক
id
ইন্দোনিশিয়া
uk
যুক্তরাজ্য
in
ইন্ডিয়া
us
যুক্তরাষ্ট্র
jp
জাপান
zw
জিম্বাবুয়ে
lk
শ্রীলংকা



Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle