আজ
আমরা শিখব পিএইচপি'র বেসিক সিনট্যাক্স।
এর আগে এর কিছু বেসিক টিপস জেনে নেই।
১.
কোন মেথড যদি Static করা
হয় তাহলে তাই করুন, কারণ
তাতে স্পীড ৪গুণ বাড়বে।
২.
echo কন্সট্রাক্টটি print
এর চাইতে দ্রুততর। তবে print এর একটি রিটার্ন ভ্যালু আছে এবং এটি
মাত্র একটি প্যারামিটার নেয়।
৩.
কনক্যাট করার চেয়ে echo এর
একাধিক প্যারামিটার পদ্ধতি অর্থাৎ কমা ব্যবহার করে স্ট্রিং আর ভ্যারিয়েবল আলাদা
করুন।
৪.
for loop এর maxvalue আগেই নির্ধারণ করুন, লপের ভেতর সেটি করবেন না।
৫.
যেখানেই সম্ভব if, else if এর
জংগলের switch-case ব্যবহার
করুন।
৬.
ডাটাবেজ কানেকশন নিয়ে কাজ করা হয়ে গেলেই তা ক্লোজ করে দিন।
৭. আপনার স্ট্রিং গুলোকে
' (Single contention) দিয়ে
কোট করুন " দিয়ে নয়, এতে
এক্সিকিউশন কিছুটা হলেও দ্রুততর হবে, কারণ
পিএইচপি "..." এর ভেতর ভ্যারিয়েবল খুজে বেড়ায়। কিন্তু '...'
এর ভেতর খোজে না। অবশ্য যদি ভ্যারিয়েবল রাখতে চান
তবে "..." এর ভেতরেই ব্যবহার করতে হবে।
৮.
ভ্যারিয়েবলের মান কমাতে বাড়াতে $i++ ব্যবহার
না করে ++$i ব্যবহার করুন।
বেসিক সিনট্যাক্সঃ
পিএইচপির
শুরুতে আমাদের জানতে হবে কিভাবে পিএইচপি কোড লিখা হয়। পিএইচপি কোড লিখতে আপনাকে প্রথমে আপনার ওয়েব
সার্ভারে একটি পিএইচপি ডকুমেন্ট খুলতে হবে। আপনি রুট ফোল্ডারে helloworld.php নামে একটি নতুন ফাইল তৈরি করুন। এবার
আপনি helloworld.php ফাইলটি নোটপ্যাডে ওপেন করুন। উক্ত ফাইলে আপনি নিচের কোড গুলো
লিখুন এবং সেভ করুন।
<?php
echo ‘Hello
World !’;
echo ‘This is
my first php webpage’;
?>
হয়ে গেল আপনার প্রথম পিএইচপি স্ক্রিপ্ট। এখন
ফাইলট রান করানোর জন্য যেকোন ব্রাঊজারের এড্রেসবারে http://localhost/helloworld.php লিখে
এন্টার প্রেস করুন, দেখবেন আপনার পেইজটি দেখা যাচ্ছে।
আজ এই পর্যন্ত থাক সবাই ভাল থাকবেন। আল্লাহ
হাফেজ।