এবার নিজের ব্লগে শুনুন নিজের পছন্দের গান
যারা ব্যাপারটি
জানেন না তাদের জন্য চমকই বটে
। এই পদ্বতিতে আপনি
আপনার সব ধরনের ওয়েব সাইট/ব্লগে নিজের পছন্দের গান
শুনতে পারবেন। তবে আমার blogger ব্লগ আছে বিধায় আমি শুধু এই ব্লগে
মিডিয়া প্লেয়ার এড এর নিয়ম দেখাচ্ছি। আপনাদের সহজ
উপায়টা বলে দিব কিভাবে এই প্লেয়ারটি আপনার ব্লগে এড করবেন
। প্রথমে
https://sites.google.com/
থেকে একটি ফ্রি
সাইট বানিয়ে নিন। গুগল হোম পেজে আপনার জিমেইল থেকে লগিন করুন। আপাতত কোন রকম একটা সাইট বানিয়ে নিন এখান থেকে
মোটামুটি একটা Template/Theme দিয়ে। তবে সাইট লিংক নেম যেটাকে Domain বলে তা ভেবে চিন্তে দিন।কারণ সব পরিবর্তন করতে পারলেও এটা করতে পারবেননা। এই ফ্রি সাইট
আপনাকে ১০০ এমবি জায়গা দিচ্ছে। এবার
Attachment
এ যেয়ে একটা গান
আপলোড দিন।আপলোড এর পর Download
এ রাইট ক্লিক করে
লিংক টা নিয়ে নিন। তবে আপনার এই
জিমেইল একাউন্ট এর কোন সমস্যা হলে আপনার ব্লগে দেওয়া শখের
গানটি ও চলবেনা।
<object
id="MediaPlayer" width="400" height="200"
classid="CLSID:22D6F312-B0F6-11D0-94AB-0080C74C7E95"
type="application/x-oleobject">
<embed
showstatusbar="1" autostart="1"
type="application/x-mplayer2" showtracker="1"
src="SONG LINK PASTE HERE" showdisplay="1"
showcontrols="1" name="MediaPlayer1" height="200"
width="400"></embed>
</object>
http://lukmanbd.com.nu/song/close%20up%201.mp3
SONG LINK PASTE HERE লেখাটাকে রিপ্লেস করুন গানের লিংক দিয়ে। এখানে লক্ষ রাখুন
যে প্লেয়ারটির সাইজ পাশ এবং লম্বা কতটুকু দিবেন
। আমি দিয়েছি পাশ “400″
এবং লম্বা “200″।এখানে আপনি আপনার মত সাইজ বসিয়ে নিন। এবার আপনি যদি চান
যে আপনার সাইট লোড হওয়ার সাথে সাথে গান নিজ থেকেই(
Auto Play)চলবে,তবে autostart=”1″
এ 1 এবং না চাইলে 0
বসিয়ে দিন। মিউজিক প্লেয়ারের
সৌন্দর্য্য রক্ষার্থে অন্যান্য কোডগুলো অপিরিবর্তিত রাখবেন
। যদি তাও না চান
তবে শুধু
1 এর স্থলে 0 বসিয়ে দিন। উপরের
HTML কোড টা কপি করে পেষ্ট করুন ব্লগের Design > Page Element > Add a
Gadget এ HTML/JAVA
SCRIPT এ।এবং অন্যান্য আনুষাংগিক কোড/ডিজিট সংযোজন-বিয়োজন করে Save দিয়ে বের হয়ে আসুন। ব্যাস কাজ শেষ
।
আপনার পিসিতে যতগুলো ব্রাউজার আছে সবগুলো দিয়ে আপনার ব্লগ টি ভিজিট করে দেখুন গান চলে কিনা ।
আপনার পিসিতে যতগুলো ব্রাউজার আছে সবগুলো দিয়ে আপনার ব্লগ টি ভিজিট করে দেখুন গান চলে কিনা ।