2:12:00 PM
Engr. Lukman Talukdar
বর্তমানে সামাজিক যোগাযোগ সাইট ফেইসবুক খুবই জনপ্রিয়। ইন্টারনেট
ব্যবহার করেন কিন্তু ফেসবুক ব্যবহার করেন না। এমন
লোক খুঁজে পাওয়া যাবেন। এই ফেইসবুক ব্যবহারের জন্য অনেক ধরনের ভাষা রয়েছে। অধিকাংশ লোক এই ফেসবুক ব্যবহার করেন ইংরেজিতে। বতমানে আমাদের প্রিয় বাংলা
ভাষায় ফেইসবুক ব্যবহার করা যায়। ইচ্ছে করলে আপনিও বাংলায় ফেইসবুক দেখতে পারেন। এ জন্য আপনাকে যা করতে হবে তা হল ঃ Settings>Account Settings>Languags
>Translate Facebook>Translations Application>Allow ক্লিক করুন। এবার Set Your Language থেকে বাংলা Select করে দিন। দেখুন আপনার ফেইসবুকের লেখাগুলো বাংলায় দেখা যাচ্ছে।