আমাদের পিসিতে My documents একটি
গুরুত্বপুর্ন ফোল্ডার। M.S
office এর সকল ফাইল বাই ডিফল্ট ভাবে My documents এ সেভ হয়। এছাড়া
বিভিন্ন্য গেম এবং সফটওয়্যার এর প্রোফাইল My documents এ তৈরি হয়।যেহেতু My documents এর অবস্থান
ডিফল্ট ভাবে C ড্রাইভ থাকে
সেহেতু নতুন করে উইন্ডোজ সেটাপ দিলে সব শেষ।যাই হোক এবার
আসি আসল কথায় আপনি চাইলে My
documents কে আপনি অন্য ড্রাইভে সরিয়ে নিতে পারেন তার জন্য আপনাকে যা
করতে হবে......প্রথমে আপনি যে ড্রাইভে My documents মুভ করবেন সেই ড্রাইভে My documents নামে একটা
ফোল্ডার তৈরি করুন(ধরুন D ড্রাইভে My documents স্থানান্তর করতে
চাচ্ছেন আর D My documents একটা ফোল্ডার
তৈরি করুন)।এবার ডেক্সটপ এ My documents এর উপর রাইট
বাটন ক্লিক করুন তার পর
properties এ ক্লিক করুন তার পর Move ক্লিক করুন।টার্গেট হিসাবে অন্য ড্রাইভে (আপনি D ড্রাইভের যেখানে
My documents নামে ফোল্ডার তৈরি
করেছিলেন সেটা দেখিয়ে দিন)। আপনার তৈরিকৃত My documents ফোল্ডার টি
দেখিয়ে দিন এবং OK করুন।Apply করে OK করুন।ব্যাস হয়ে গেল।আপনাদের বুঝতে
সহজ হবে তাই স্ক্রীন শর্ট সহ দিয়ে দিলাম।
1.প্রথমে সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ এ My documents নামে একটি ফোল্ডার খুলুন।
2.এবার ডেক্সটপ এ My documents এর properties এ ক্লিক করুন।
3.Move ক্লিক করুন।
4.টার্গেট হিসাবে অন্য ড্রাইভে আপনার তৈরিকৃত My documents ফোল্ডার টি দেখিয়ে দিন এবং OK করুন।
5.Apply করে OK করুন।
1.প্রথমে সি ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভ এ My documents নামে একটি ফোল্ডার খুলুন।
2.এবার ডেক্সটপ এ My documents এর properties এ ক্লিক করুন।
3.Move ক্লিক করুন।
4.টার্গেট হিসাবে অন্য ড্রাইভে আপনার তৈরিকৃত My documents ফোল্ডার টি দেখিয়ে দিন এবং OK করুন।
5.Apply করে OK করুন।