ফেসবুকে কেউ বিরক্ত করলে...

কেউ যদি ফেসবুকে আপনাকে বিরক্ত করে যেমন উল্টাপাল্টা বার্তা দেয়, বারবার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেনব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে নাকাউকে ব্লক করতে হলে Account থেকে Privacy Settings-এ ক্লিক করুনএখন একেবারে নিচে Block Lists-এর নিচে Edit your list-এ ক্লিক করুননতুন পৃষ্ঠা এলে Name বা Email বক্সে কারও নাম বা ই-মেইল ঠিকানা লিখে Block This User-এ ক্লিক করে তাকে ব্লক করে দিতে পারেনএকইভাবে আবার Unblock-এ ক্লিক করে তাকে আনব্লকও করতে পারেন
 ফেসবুকে আপনি কার কার কাছে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরেl ডান পাশে Account থেকে Edit Friends-এ ক্লিক করুনএখন বাম পাশ থেকে List-এর নিচে Friends-এ ক্লিক করুনআপনার বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন, তাদের সবার নাম আসবেযাদের কাছে Friend Request পাঠিয়েছেন, তাদের নামের নিচে Friend Request Pending লেখা থাকবেকোনো বন্ধুকে ডিলিট করতে চাইলে অথবা যাকে Friend Request পাঠিয়েছেন, সেই Friend Requestটি বাতিল করতে চাইলে তার নামের ডান পাশে ক্রস চিহ্নতে ক্লিক করুনঅথবা তাকে ব্লক করে আবার Remove করে দেনদেখবেন আপনার Friend Requestটি বাতিল হয়ে গেছে
 ফেসবুকের একটা বিরক্তিকর জিনিস হলো কেউ যদি আপনার কাছে Add Requestl পাঠায়, message দেয় বা আপনার wall-এ কিছু লিখে বা আপনার কোনো লেখা বা ছবিতে Comments করে তাহলে তা আবার ই-মেইলের মাধ্যমে আপনাকে জানানো হয়এতে দেখা যায় প্রতিদিন ফেসবুক থেকে অসংখ্য ই-মেইল আসে যা খুবই বিরক্তিকরএটি থেকে মুক্তি পেতে হলে প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুননতুন যে পেজটি আসবে সেটি থেকে Notifications-এ ক্লিক করুনএখন ডান পাশ থেকে সবগুলো ঠিক চিহ্ন তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle