উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক-২-তে প্রথম যখন ইউনিকোড বাংলা ব্যবহারের সুযোগ অন্তর্ভূক্ত হল তখন থেকেই বাংলা ফন্টের আকার বা সাইজ জনিত একটি সমস্যা বারবার আমাদেরকে বিপাকে ফেলেছে। ইউনিকোড বাংলার প্রচলন শুরু হবার পর থেকেই লক্ষ্য করা গেছে যে, উইন্ডোজ এক্সপির একমাত্র ডিফল্ট বাংলা ইউনিকোড ফন্ট -Vrinda- এর আকার অপেক্ষাকৃতভাবে বা তূলনামূলকভাবে অনেক, অনেক ছোট।
কোন নির্দিষ্ট সাইজের Vrinda ফন্টের আকার বা আকৃতি, অন্য যে কোন সমান সাইজের স্টান্ডার্ড ইংরেজী ফন্টের তূলনায় অনেক অনেক ছোট বলেই ইউনিকোড বাংলার ব্যবহারকারীদের মধ্যে Vrinda ফন্টটিকে এড়ানোর একটি চেষ্টা সবসময়ই লক্ষ্য করা যায়।
এখানে গুরুত্বের সাথে উল্লেখ করতে হয় যে, ইউনিকোড বাংলার কোন ওয়েবপেজে যখন নির্দিষ্ট কোন ইউনিকোড বাংলা ফন্ট এমবেড করা থাকে না, তখন ঐ ওয়েবপেজটি বাংলা অক্ষর দেখানোর জন্য নিজে থেকেই বেছে নেয় উইন্ডোজের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্ট- Vrinda কে। আর তখনই ঘটে যায় আসল বিপত্তি। আমরা দেখতে পাই বাংলা অক্ষরগুলো এত ছোট দেখাচ্ছে যে তা’ কিছুতেই পড়া যাচ্ছে না। অবশ্য আধুনিক অনেক ব্রাউজারেই Text Font কে Zoom করে দেখাবার ব্যবস্থা বহাল আছে। কিন্তু সঙ্গত কারণেই সেটিকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার স্থায়ী কোন সমাধান হিসেবে মেনে নেওয়া যায়না।
(খ) সমস্যার মেঘের বিস্তার......ফেসবুকে
সাম্প্রতিককালে ফেসবুকের ব্যবহার অনেক বেড়েছে।এই ফেসবুকে ইউনিকোড বাংলায় লেখালেখি করা যায় ইচ্ছেমতো! কিন্তু সমস্যা হচ্ছে, এই লেখা পড়বার ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেন যে, তাদের পিসিতে ফেসবুকের ওয়েবসাইটের বাংলা অক্ষরগুলো এতো ছোট দেখাচ্ছে যে তা একেবারেই পড়ার অনুপযোগী। আসুন আজকের এ লেখার মাধ্যমে ফেসবুক তথা যে কোন ইউনিকোড বাংলার ওয়েবসাইটেই বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার একটা স্থায়ী সমাধান আমরা খুঁজতে চেষ্টা করবো।
(গ) ইউনিকোড বাংলার তিনটি স্টান্ডার্ড ফন্ট-এর তুলনামূলক আলোচনা
ইউনিকোড বাংলার ওয়েবসাইটগুলোতে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যার স্থায়ী কোন সুন্দর সমাধান খুঁজতে যাবার প্রথম পর্বে আসুন আমরা ইউনিকোড বাংলার তিনটি স্টান্ডার্ড ফন্ট (Vrinda, Solaimanlipi ও Siyam Rupali) এর আকার সম্বন্ধেই আরেকটু বিষদভাবে জানতে চেষ্টা করি।
১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের তিনটি প্রধান বাংলা ইউনিকোড ফন্ট যথাঃ Vrinda, Solaimanlipi ও Siyam Rupali র আকার কতোটা বড় বা ছোট তা নীচের চিত্র থেকে সহজেই বোঝা যাবেঃ
একটু গভীর ভাবে খেয়াল করলেই দেখতে পাবেন যে, ১৪ সাইজের ইংরেজী Arial ফন্টের তুলনায় ১৪ সাইজের Vrinda ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ লেখাটির আকার বা আকৃতি খুবই ছোট । ১৪ সাইজের Vrinda ফন্টের তুলনায় ১৪ সাইজের Solaimanlipi ফন্ট দ্বারা লিখিত ঐ একই বাক্য তুলনামূলকভাবে কিছুটা বড় কিন্তু এটি আবার ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi লেখাটির আকার বা আকৃতির তুলনায় ছোট।
অতএব Solaimanlipi ফন্টটি অন্য অনেকদিক থেকে গ্রহণযোগ্যতা পেলেও Corresponding Size -এর ইংরেজী ফন্টের তুলনায় আকৃতিতে কিছুটা ছোট হওয়ায় তা Vrinda সমস্যার বিকল্প সমাধান হিসেবে খুব বেশী কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
ইউনিকোড বাংলার ফন্টের এমন দূরাবস্থার সময়েই সবাইকে চমকে দিয়ে যে ফন্টটি আবির্ভূত হয়েছে তার নাম -Siyam Rupali. উপরের ছবিতে ১৪ সাইজের Siyam Rupali ফন্ট দ্বারা লিখিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’-লেখাটুকু খেয়াল করুন এবং দেখুন যে এর আকার বা আকৃতি ১৪ সাইজের ইংরেজী Arial ফন্ট দ্বারা লিখিত ‘Aamar Sonar Bangla, Aami Tomay Valobashi’-র তুলনায় প্রায় সমান আকারের এবং অন্য দুটি বাংলা ইউনিকোড ফন্ট তথা Vrinda ও Solaimanlipi-র আকৃতির তুলনায়ও যথেষ্ট বড়।
(ঘ) মেঘের আকাশে একফালি রোদ্দুর-সিয়াম রূপালী
পূর্ববর্তী অনুচ্ছেদের তূলনামূলক আলোচনায় উল্লেখিত কারণগুলোর জন্যই ইউনিকোড বাংলায় তৈরী করা যাবতীয় ওয়েবসাইটসমূহের ‘বাংলা অক্ষর’ ছোট দেখাজনিত যে কোন সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে প্রথমেই বেছে নিতে হবে ইউনিকোড বাংলা ফন্ট Siyam Rupali. সারা বিশ্বের সকল ইউনিকোড বাংলা ফন্টগুলোর মধ্যে Siyam Rupali-ই সম্ভবতঃ এখনো পর্যন্ত একমাত্র ইউনিকোড বাংলা ফন্ট যা তার দৃষ্টি নন্দন অবয়বের সঙ্গে সঙ্গে Corresponding Size -এর ইংরেজী স্টান্ডার্ড ফন্টগুলোর আকার বা আকৃতির সঙ্গেও সমান সামঞ্জস্য বজায় রাখতে সমর্থ্য হয়েছে।
সিয়াম রূপালী ফন্টটি ডাউনলোড করা যাবে এখান থেকে
সিয়াম রুপালী ফন্ট
সঙ্গত কারণেই ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যাটির সমাধানের জন্য আমরা বেছে নেবো বাঙালীদের জন্য এক বিরাট আশীর্বাদ রূপে আবির্ভূত ফন্ট Siyam Rupali-কে। তবে Siyam Rupali ফন্টটি আপনার পিসিতে ইন্সটলেশনের পর তা’ ব্যাপকভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে, আপনার ব্যবহৃত ব্রাউজারটির ডিফল্ট ফন্ট হিসাবে আপনি Siyam Rupali-কেই নির্বাচিত বা সিলেক্ট করতে পেরেছেন কি না।
(ঙ) কিভাবে সিয়াম রূপালী হবে আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট?
ফেসবুক, বাংলা উইকিপিডিয়া ইত্যাদি ওয়েবসাইটের ওয়েবপেজে কিন্তু নির্দিষ্ট কোন ‘বাংলা ইউনিকোড ফন্ট’ এমবেড করা থাকে না। ফলে ইন্টারনেট ব্রাউজারের ডিফল্ট ইউনিকোড বাংলা ফন্টটিই ঐ পেজসমূহের বাংলা ফন্ট হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে ‘সিয়াম রূপালী’ ফন্টকে আপনি আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে নির্বাচিত বা সিলেক্ট করবেন? উদাহরণস্বরূপ যদি ধরে নেই যে আপনার ব্রাউজার হচ্ছে মাইক্রোসফট এর ইন্টারনেট এক্সপ্লোরার তাহলে তার ডিফল্ট ফন্ট হিসাবে ‘সিয়াম রূপালী’কে নির্বাচনের জন্য নীচের স্টেপগুলো ফলো করুনঃ
(১) আপনার ব্রাউজারে Internet Explorer এর Internet Options-এ যান।
(২) Font Options এর আওতায় Language Script হিসেবে Bengali নির্বাচন করে সেখান থেকে Siyam Rupali ফন্টটি নির্বাচিত করুন।
(৩) এরপর OK করে বেরিয়ে আসুন।
(চ) সমস্যার আকাশ থেকে দূরের অস্তাচলে পাঠান Vrinda ফন্টকে
(সিয়াম রূপালীকে আপনার পিসির উইন্ডোজের ডিফল্ট ফন্ট হিসেবেই প্রতিষ্ঠিত করে নিন)
শুধু ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসেবেই নয়, আপনি ইচ্ছে করলে সিয়াম রূপালীকে আপনার পিসির উইন্ডোজের ডিফল্ট ফন্ট হিসেবেই প্রতিষ্ঠিত করে নিতে পারেন। এরজন্য আপনি Font Fixer নামক এক চমৎকার Software এর সাহায্য নিতে পারেন। Font Fixer ডাউনলোড করা যাবে এখান থেকে-
ফন্ট ফিক্সার সফটওয়্যার
Font Fixer দিয়ে Vrinda কে রিপ্লেস করে তার স্থলে Siyam Rupali কে আপনার এক্সপি অপারেটিং সিস্টেম এর ডিফল্ট বাংলা ফন্ট হিসাবে ইনস্টল করে নিলে আপনি অতিরিক্ত আরো যেসব সুবিধা পাবেন তা হচ্ছেঃ
(১) বাংলা উইকিপিডিয়া, ফেসবুক বা ইউনিকোড বাংলার অন্যান্য ওয়েবসাইটের সাথে সাথে আপনার পিসির সম্পূর্ণ অপারেটিং সিস্টেমেই বাংলা অক্ষর অতি ক্ষুদ্র দেখার সমস্যার সমাধান হয়ে যাবে।
(২) ফলে আপনার পিসির Internet Explorer উইন্ডোর একেবারে উপরের টাইটেল বারেও সংশ্লিষ্ট ওয়েবসাইটের নাম বাংলায় স্পষ্টাক্ষরে দেখা যাবে।
(৩) ইচ্ছে করলে উইন্ডোজের ফাইল ফোল্ডারের নামও খুব সহজেই বাংলায় দেয়া সম্ভব হবে।
Font Fixer দিয়ে Vrinda কে রিপ্লেস করে তার স্থলে Siyam Rupali কে আপনার এক্সপি অপারেটিং সিস্টেম এর ডিফল্ট বাংলা ফন্ট হিসাবে ইনস্টল করে নিলে সেইক্ষেত্রে Vrinda ফন্টটি আন-ইনষ্টল হয়ে C ড্রাইভে অবস্থান নেয়। আপনি যদি পরবর্তীতে পুনরায় Vrinda কে আপনার পিসিতে ইনষ্টল করতে চান তবে তা C ড্রাইভ থেকে করা যাবে সহজেই।
(ছ) কীভাবে ব্যবহার করবেন Font Fixer সফটওয়্যার?
(জ) সম্ভাব্য সমস্যা ও প্রতিকার
ধরা যাক, উপরোল্লিখিত নিয়মে সবকিছু করার পর ফেসবুকে সিয়াম রূপালী ফন্ট দ্বারা স্বাভাবিক আকারের বড় বাংলা অক্ষর দেখতে পাওয়া গেল, কিন্তু দেখা গেল সামহয়্যারইন ব্লগ বা প্রথম আলো ব্লগ ব্রাউজ করতে গেলেঐ সিয়াম রূপালী ফন্ট দ্বারা তাদের অক্ষরগুলো অতি অস্বাভাবিক বিসদৃশ আকারের বড় দেখা যাচ্ছে । সেক্ষেত্রে, সেই সমস্যা দূর করার জন্য আপনি কি করবেন?
সেক্ষেত্রে নিচের নির্দেশনা ফলো করুনঃ
ধরা যাক আপনি ব্যবহার করছেন Mozilla Firefox. তাহলে আপনার Firefox Window এর Tools মেনুতে গিয়ে Options এ ক্লিক করুন। এরপর Content ট্যাবে ক্লিক করে এর নীচের দিকে Fonts & Colors এর আওতাভূক্ত ঘরে দেখুন একস্থানে লেখা আছেঃ
Default Font : Siyam Rupali Size : 16 ( যেকোন সাইজ থাকতে পারে)
অর্থাৎ বোঝা যাচ্ছে যে, এই Browser এর Default Font হিসাবে Siyam Rupali নির্ধারিত আছে। কিন্তু ঐ একই লাইনের ডান দিকে দেখুন Advance নামের আরেকটি বাটন আছে। এবার আপনি উক্ত Advance বাটনটিতে ক্লিক করুন।
Fonts শিরোণামের যে নতুন ডায়ালগ বক্সটি ওপেন হবে, তাতে দেখুন একস্থানে একটি অপশন আছে- Allow pages to choose their own fonts, instead of my selections above.
আপনি উক্ত অপশনটির বাম দিকের চেকবক্সে টিক চিহ্ণ বসিয়ে দিন এবং OK করে বেরিয়ে আসুন। দেখবেন এখন আপনার ব্রাউজারের ডিফল্ট ফন্ট হিসাবে Siyam Rupali নির্ধারিত থাকা সত্ত্বেও সামহয়্যার ইন ব্লগ ওপেন হবে Solaimanlipi ফন্ট দিয়ে, সেই আগের মতো স্বাভাবিক সাইজ নিয়েই। অথাৎ ঐ অপশন নির্ধারণ করে দিলে যেসব ওয়েবপেজে বিশেষ কোন ফন্ট (কোন নির্দিষ্ট ফন্ট-সাইজ সহ) এমবেড করা থাকে, সেইসব পেজ সেই ফন্ট ও সেই ফন্ট-সাইজ নিয়েই ওপেন হবে।
একারণেই এই পদ্ধতি সেট করে রাখলে আপনি ফেসবুক দেখতে পাবেন Siyam Rupali-র অপেক্ষাকৃত বড় অক্ষরে, আবার সামহয়্যার ইন ব্লগ বা প্রথম আলো ব্লগ দেখতে পাবেন তাদের পূর্বনির্ধারিত বা এমবেডেড ফন্ট Solaimanlipi - দিয়ে, সেই পেজের জন্য নির্দিষ্ট করা ফন্ট-সাইজেই।
উল্লেখ্য যে, Solaimanlipi ফন্টের আকার অপেক্ষাকৃত ছোট বলে ওয়েবপেজ ডিজাইনাররা এই ফন্ট এমবেড করার সময় আগে থেকেই এই ফন্টের আকার স্বাভাবিকের চেয়ে অনেক বাড়িয়ে নির্দিষ্ট করে রাখেন। ফলে আগে থেকেই ফন্ট এমবেড করা এইসব সাইট Siyam Rupali-র মতো স্বাভাবিক আকারের ফন্ট দিয়ে দেখতে গেলে তা অনেক বড় দেখায় ।