ওয়েবসাইট বিশেষ করে লেখা-ছবি প্রকাশের জনপ্রিয় প্রোগ্রাম (কনটেন্ট
ম্যানেজমেন্ট সিস্টেম—সিএমএস) ওয়ার্ডপ্রেসের ১১ বছর পূর্ণ হলো গতকাল
মঙ্গলবার৷ ২০০৩ সালের ২৭ মে প্রথম ওয়ার্ডপ্রেসের প্রাথমিক সংস্করণ প্রকাশিত হয়। এই
সময়ের সবচেয়ে জনপ্রিয় সিএমএসটি প্রোগ্রামিং ভাষা পিএইচপি এবং মাইএসকিউএল
দিয়ে তৈরি। উন্মুক্ত প্রোগ্রামিং সংকেতের (ওপেন সোর্স) সুবিধা থাকায় এটি
বিনা মূল্যে নামিয়ে নিয়ে যে কেউ ব্যবহার করতে পারেন। মূলত এটি দিয়ে কোনো
ধরনের প্রোগ্রামিং ভাষা কিংবা জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরি করা যায়। ২০১৩
সালের আগস্ট মাস পর্যন্ত তৈরি হওয়া এক কোটি ওয়েবসাইটের মধ্যে ২২ শতাংশ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি। বর্তমানে প্রায় ছয় কোটি ওয়েবসাইটে ব্যবহৃত হচ্ছে ওয়ার্ডপ্রেস৷ ম্যাট
মুলেনওয়েগ ও মাইক লিটলের হাত ধরে চালু হওয়া ওয়ার্ডপ্রেসের সর্বশেষ সংস্করণ
৩.৯ এখন চলছে। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে প্রয়োজন অনুযায়ী প্লাগ-ইন (দরকারি বাড়তি প্রোগ্রাম) ইনস্টল করে আরও স্বয়ংক্রিয় করে
তোলা যায়। এ ছাড়া পাওয়া যায় বিনা মূল্যে অসংখ্য থিম।
ওয়ার্ডপ্রেস দিয়ে
তৈরি হওয়া বিশ্বখ্যাত ওয়েবসাইটের তালিকায় রয়েছেঃ
- দ্য নিউ ইয়র্ক টাইমস,
- সিএনএন, ফোর্বস,
- রয়টার্স,
- মজিলা ফায়ারফক্স,
- প্লে স্টেশন,
- পিপল ম্যাগাজিন,
- ফোর্ড,
- ডিগ ব্লগ,
- ইয়াহু,
- ইবে,
- সনি,
- অলথিংস ডি,
- স্যামসাং,
- টেকক্রাঞ্চ,
- ম্যাশেবল ইত্যাদি।
কাজের
স্বীকৃতি হিসেবে মিলেছে একাধিক পুরস্কার। ২০০৭, ২০০৯, ২০১০ ও ২০১১ সালে
সেরা ওপেন সোর্স সিএমএস পুরস্কার পেয়েছে ওয়ার্ডপ্রেস।
বিনা মূল্যে ওয়ার্ডপ্রেস নামানো যাবে (www.wordpress.org/download) ঠিকানা থেকে।