আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার সাইট এর ইউ আর এল এক্সটেনশন
থেকে .html , .php , .aspx ইত্যাদি রিমুভ করবেন।
প্রথমে আপনার
কন্ট্রোল প্যানেল এ লগিন করুণ তার পর আপনার ফাইল ম্যানেজার এ প্রবেশ করুণ ।
ওখানে দেখুন
.htaccess
নামে একটি ফাইল আছে , এখন আপনি এই ফাইল টিতে ক্লিক করে এডিট বাটন চাপুন এডিটর এ ফাইল টি ওপেন হলে এই কোড টুকু জুড়ে দিনRewriteEngine On
RewriteCond %{REQUEST_FILENAME} !-f
RewriteRule ^([^\.]+)$ $1.php [NC,L]
এখানে খেয়াল করুণ
$1 এর পরে .পিএইচপি আছে আপনার ফাইল টি যদি পিএইচপি হয় তাহলে এটা বদলানুর দরকার নেই ,
যদি আপনার ফাইল টি এইচটিএমএল ফাইল হয় তাহলে আপনি
$1 এর পরে .পিএইচপি
লেখাটি বাদ দিয়ে .এইচটিএমএল লিখে দিবেন , যদি আপনার ফাইল টি aspx ফাইল হয় তাহলে আপনি
$1 এর পরে .পিএইচপি
লেখাটি বাদ দিয়ে .aspx লিখে দিবেন।লিখা শেষ হলে আপনার ফাইলটি কে সেভ দিয়ে ক্লোজ করে দিবেন তাহলেই হয়ে যাবে।
আর আপনি যখন আপনার ফাইল টি কে লিঙ্ক করাবেন তখন আপনাকে আর ফাইল এর এক্সটেনশন দিতে হবে না।