জিমেইল ব্যবহারকারীরা তাঁদের লগ ইন পেজটি নতুন নকশায় দেখতে পারছেন। নতুন
নকশায় লগ ইন করার অংশটিকে পাতার ঠিক মাঝখানে বসানো হয়েছে। আগে এটি একপাশে
ছিল।
মোবাইল অ্যাপ্লিকেশনের মতো করে এবার ডেস্কটপের জন্যও এ পরিবর্তন এনেছে
গুগল। ২০ অক্টোবর থেকে ধাপে ধাপে বিভিন্ন দেশের জিমেইল ব্যবহারকারীদের কাছে
নতুন নকশার জিমেইল লগ ইন পেজটি ব্যবহারকারীদের কাছে উন্মুক্ত হয়েছে।
গুগলের একজন মুখপাত্র প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলকে জানিয়েছেন, জিমেইল ব্যবহারকারীদের কাছ থেকে ফিডব্যাক বা প্রতিক্রিয়া পাওয়ার পর মেইল অ্যাকাউন্টে সাইন ইন প্রক্রিয়াটিকে সহজ করতে নতুন নকশা উন্মোচন করা হয়েছে।