সূফি
সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দীন (রঃ) এর পূণ্য
স্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ
একটি ঐতিহাসিক জনপদের নাম। একটি পাতা দুটি কুঁড়ির চির সবুজ চা বাগান,
দিগন্ত বিস্তৃত হাওড় এবং জীববৈচিত্রে ভরপুর ঘন বনাঞ্চল এই জনপদকে একটি
আলাদা স্বত্বায় দাঁড় করিয়েছে। ২৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার আয়তনের এ জেলার
উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিনে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও
সিলেট জেলা এবং পশ্চিমে ব্রাহ্মনবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলা।
ভৌগলিক প্রোফাইলঃ
অবস্থান : ২৩˚৫৭" হতে ২৪˚৪২" উত্তর অক্ষাংশ এবং ৯১˚১০" হতে ৯১˚৪০" পূর্ব দ্রাঘিমাংশ । আয়তন : ২৬৩৬. ৫৮ বর্গকিলোমিটার ।
সীমানা : উত্তরে সুনামগঞ্জ ও সিলেট জেলা, পূর্বে মৌলভীবাজার জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ।
জনসংখ্যা : ১৮,৩০,৫৫৪ জন (সর্বশেষ আদম শুমারী অনুযায়ী সমন্বিত) : পুরুষ- ৯,২৬,৫৩১ জন। মহিলা-৯,০৪,০২২ জন। জনসংখ্যার ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটরে ৬৯৩ জন ।