রেখে দিন কাজের ভিডিও রেকর্ট



অনেক সময় কম্পিউটারের দরকারী কোনো কাজের ছবি (স্ক্রিনশট) বা ভিডিও করে রেখে দেওয়ার প্রয়োজন পড়তে পারে ক্যাপচার উইজার্ড নামের ছোট সফটওয়্যার দিয়ে সহজে কম্পিউটারের যেকোনো কাজের সরাসরি ছবি তুলে বা ভিডিও করে রাখা যায় ডাউনলোড লিঙ্ক  www.box.com/capturewizardbymoon21  কম্পিউটারে ইনস্টল করে নিন ইনস্টল শেষ হলে সেটি খুলে Capture তালিকা থেকে Area নির্বাচন করলে নির্দিষ্ট অংশের ছবি নেওয়া যাবে Full Screen নির্বাচন করলে পুরো পর্দায় ছবি নেওয়া যাবে Scroll এবং Frame নির্বাচন করলে নির্দিষ্ট কাঠামোর মধ্যে ছবি নেওয়া যাবে Video নির্বাচন করে পরপর দুবার Next- ক্লিক করে Finish বোতাম চেপে যে অংশের ভিডিও করতে চান, সেটা দেখে দিয়ে Start চাপুন তাহলে ওই অংশে আপনি যে যে কাজ করবেন, তার ভিডিও তৈরি হয়ে যাবে Task Bar-এর আইকন থেকে ক্যাপচার উইজার্ডে ডাবল ক্লিক করলে ভিডিও বন্ধ হয়ে যাবে Last Program- ক্লিক করলে শেষ কোন কাজের ছবি বা ভিডিও করেছেন, তা দেখা যাবে এবং এখান থেকে ছবিটি অন্য জায়গায় সংরক্ষণ করে রাখতে পারবেন

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle