কম্পিউটার কে অপ্রয়োজনীয় ফাইল এর হাত থেকে রক্ষা করুন

আমি আমার কম্পিউটার কে নিয়ে প্রথমে যে সমস্যায় পড়েছিলাম তা মনে হয় কেউ কখনো পড়েনি। তাই বিভিন্ন জিনিস গবেষনা করে এক একটি ফল পাই তা আপনাদের সাথে শেয়ার করি । আর এতে যদি আপনারা উপকৃত হন তবেই আমার স্বার্থকতা । আমাদের কম্পিউটার এ কাজ করার পর অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে থাকে যা খুবই বিরক্তিকর । আজ আমি আপনাদের কে কম্পিউটার এর কিছু অপ্রয়োজনীয় ফাইল দূর করা শিখাবো ।

১। Thumbs.ini – এটি প্রতিটি folder এর ভিতর থাকে এবং কম্পিউটার এর অনেক জায়গা নষ্ট করে।
২। prefetch – যা আমাদের slow করে দেয় ।
এবার শুরু করা যাক ।
প্রথমেই দূর করি Thumbs.ini
start থেকে run এ যান এবং লিখুন regedit
এরপর serially একের পর এক ক্লিক করতে থাকুন
HKEY_CURRENT_USER—
Software—-
Microsoft—
Windows—
CurrentVersion—-
Explorer—–
Advanced
এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন
এরপর New Value #1 কে rename করুন DisableThumbnailCache নামে ।
এরপর DisableThumbnailCache কে ডাবল ক্লিক করুন
আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।
ব্যাস আর আপনাকে Thumbs.ini ফাইল টি জ্বালাতন করবে না।
———————————————————————-
———————————————————————-
এবার আসা যাক ২ নং এ ( prefetch ফাইল ডিলিট করা)
start থেকে run এ যান এবং লিখুন regedit
HKEY_LOCAL_MACHINE–SYSTEM——
CurrentControlSet———
Control——–
Session Manager——–
Memory Management——
PrefetchParameters —
এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন
এরপর New Value #1 কে rename করুন EnablePrefetcher নামে ।
এরপর EnablePrefetcher কে ডাবল ক্লিক করুন
আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।
ব্যাস আর আপনাকে prefetch ফাইল টি জ্বালাতন করবে না।

Loading
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Flying Twitter Bird Widget By ICT Sparkle