আমি আমার কম্পিউটার কে নিয়ে প্রথমে যে সমস্যায় পড়েছিলাম তা মনে হয় কেউ কখনো পড়েনি। তাই বিভিন্ন জিনিস গবেষনা করে এক একটি ফল পাই তা আপনাদের সাথে শেয়ার করি । আর এতে যদি আপনারা উপকৃত হন তবেই আমার স্বার্থকতা । আমাদের কম্পিউটার এ কাজ করার পর অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে থাকে যা খুবই বিরক্তিকর । আজ আমি আপনাদের কে কম্পিউটার এর কিছু অপ্রয়োজনীয় ফাইল দূর করা শিখাবো ।
১। Thumbs.ini – এটি প্রতিটি folder এর ভিতর থাকে এবং কম্পিউটার এর অনেক জায়গা নষ্ট করে।
২। prefetch – যা আমাদের slow করে দেয় ।
এবার শুরু করা যাক ।
প্রথমেই দূর করি Thumbs.ini
start থেকে run এ যান এবং লিখুন regedit
এরপর serially একের পর এক ক্লিক করতে থাকুন
HKEY_CURRENT_USER—
Software—-
Microsoft—
Windows—
CurrentVersion—-
Explorer—–
Advanced
এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন
এরপর New Value #1 কে rename করুন DisableThumbnailCache নামে ।
এরপর DisableThumbnailCache কে ডাবল ক্লিক করুন
আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।
ব্যাস আর আপনাকে Thumbs.ini ফাইল টি জ্বালাতন করবে না।
———————————————————————-
———————————————————————-
এবার আসা যাক ২ নং এ ( prefetch ফাইল ডিলিট করা)
start থেকে run এ যান এবং লিখুন regedit
HKEY_LOCAL_MACHINE–SYSTEM——
CurrentControlSet———
Control——–
Session Manager——–
Memory Management——
PrefetchParameters —
এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন
এরপর New Value #1 কে rename করুন EnablePrefetcher নামে ।
এরপর EnablePrefetcher কে ডাবল ক্লিক করুন
আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।
ব্যাস আর আপনাকে prefetch ফাইল টি জ্বালাতন করবে না।
১। Thumbs.ini – এটি প্রতিটি folder এর ভিতর থাকে এবং কম্পিউটার এর অনেক জায়গা নষ্ট করে।
২। prefetch – যা আমাদের slow করে দেয় ।
এবার শুরু করা যাক ।
প্রথমেই দূর করি Thumbs.ini
start থেকে run এ যান এবং লিখুন regedit
এরপর serially একের পর এক ক্লিক করতে থাকুন
HKEY_CURRENT_USER—
Software—-
Microsoft—
Windows—
CurrentVersion—-
Explorer—–
Advanced
এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন
এরপর New Value #1 কে rename করুন DisableThumbnailCache নামে ।
এরপর DisableThumbnailCache কে ডাবল ক্লিক করুন
আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।
ব্যাস আর আপনাকে Thumbs.ini ফাইল টি জ্বালাতন করবে না।
———————————————————————-
———————————————————————-
এবার আসা যাক ২ নং এ ( prefetch ফাইল ডিলিট করা)
start থেকে run এ যান এবং লিখুন regedit
HKEY_LOCAL_MACHINE–SYSTEM——
CurrentControlSet———
Control——–
Session Manager——–
Memory Management——
PrefetchParameters —
এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন
এরপর New Value #1 কে rename করুন EnablePrefetcher নামে ।
এরপর EnablePrefetcher কে ডাবল ক্লিক করুন
আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।
ব্যাস আর আপনাকে prefetch ফাইল টি জ্বালাতন করবে না।