VB6.0 এ Setup.Exe ফাইল তৈরি করা ।
আপনার কম্পিউটার চালূ করুন । তারপর নিচের স্টেপটি অনুস্বরন করুন ।
Click Start > Program/ All Program > Microsoft Visual Basic 6.0 > Microsoft Visual Basic 6.0 Tools > Package & Development Wizard এ ক্লিক করুন । তার পর ব্রাউজ এ ক্লিক করে আপনার প্রজেক্টটি দেখিয়ে দিন । তারপর Package আইকনে ক্লিক করুন ।
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Yes এ ক্লিক করুন
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Next এ ক্লিক করুন
- তারপর Finish এ ক্লিক করুন
- তারপর Close এ ক্লিক করুন ।
তারপর আপনার প্রজেক ফোল্ডারটি খুলে দেখুন Package নামে একটি ফোল্ডার তৈরি হয়েছে । এর ভিতর ঢুকলে আপনি
Setup.Exe ফাইলটি দেখতে পাবেন এবং সেখন থেকে সেটাপ করতে পারবেন । এটাই হয়ে গেল আপনার তৈরি করা একটি সফট্ওয়ার ।